Home / খেলা / চুল ছেড়ে ইশান্তকে ক্রিকেট নিয়ে ভাবার পরামর্শ ভিলিয়ার্সের

চুল ছেড়ে ইশান্তকে ক্রিকেট নিয়ে ভাবার পরামর্শ ভিলিয়ার্সের

আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-ভারতের একদিনের সিরিজ। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে ইশান্ত শর্মা কিছুই করতে পারবেন না বলে মনে করছেন দেশটির সাবেক ক্রিকেটার ফ্যানি ডে ভিলিয়ার্স।

অস্ট্রেলিয়ার বিপক্ষে গত মাসে শেষ হওয়া ওয়ান ডে সিরিজে ভারতের মাটিতে বাজে পারফরম্যান্সের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাদ পড়েছিলেন ইশান্ত শর্র্মা। তারপরও সাফল্য পেয়েছে মহেন্দ্র সিং ধোনির টিম ইন্ডিয়া। কিন্তু বছরের শেষে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ান ডে সিরিজে জায়গা পেয়েছেন তিনি। মূলত রঞ্জি ট্রফিতে ভালো খেলার কারণেই তাকে দলে টেনেছে ভারতীয় নির্বাচকরা।

কিন্তু সেই পারফরম্যান্স দিয়ে কিছুই হবে না বলে ভবিষদ্বাণী করেছেন প্রোটিয়াসদের সাবেক ক্রিকেটার ডে ভিলিয়ার্স। এ বিষয়ে তিনি বলেন, ‘ ইশান্ত কখনওই ভারতের হয়ে ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখেনি। কারণ ওর বোলিংয়ে বৈচিত্রের অভাব রয়েছে। ওর প্রতিভা নিয়ে আমার মনে কোনও সন্দেহ নেই। কিন্তু আমার মনে হয়, ইশান্ত মাঠের বাইরের ইমেজ তৈরির ব্যাপারে বেশি মনোযোগ দেয়।’

দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার ইশান্তের মাঠের বাইরের মানসিকতা নিয়েই বেশি সরব। নিজেকে বদলে নেওয়ার জন্য নামী ক্রীড়া ব্যক্তিত্বদের আদর্শ করার পরামর্শও দিচ্ছেন ডে ভিলিয়ার্স। এ বিষয়ে তিনি বলেন, ‘ইশান্তের এখন শচীন টেন্ডুলকার বা রজার ফেদেরারের মতো কাউকে রোল মডেল করা উচিত। কেননা তারা নিজেদের সাফল্যের পথটা দেখিয়েছে। একজন বোলার হিসেবে আপনাকে অবশ্যই নিজেকে এমন ভাবে তুলে ধরতে হবে, যাতে উল্টো দিকের ব্যাটসম্যান আপনাকে ভয় পায়।’

এক সময় অ্যালান ডোনাল্ডের সঙ্গে ডে ভিলিয়ার্সের জুটি বিশ্বেও যে কোনও ব্যাটিং লাইন আপের ত্রাস ছিল। নিজের দেশে বৃহস্পতিবার থেকেই শুরুহচ্ছে ভারতের ওয়ান ডে ও টেস্ট সিরিজ। সেখানে ইশান্তকে স্মিথ-আমলাদের ত্রাস না ভাবলেও ভুবনেশ্বর কুমারকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছেন ভিলিয়ার্স।

তবে শেষে ইশান্তকে একটা পরামর্শও দিলেন সাবেক এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। এ বিষয়ে তিনি বলেন, ‘ আপনি ক্রিকেটকে শুধু মাত্র নিজের ইমেজ তৈরির মঞ্চ হিসেবে ব্যবহার করতে পারেন না। তাই নিজের লম্বা চুলের কথা ভুলে সব মনোযোগ ক্রিকেটেই দিন।’

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ