দ্বাদশ এশিয়া কাপে চ্যাম্পিয়ান হওয়ায় রাজসিক সংবর্ধনা পেলেন শ্রীলঙ্কা ক্রিকেট দল। রোববার দেশে পা রাখতেই বিমানবন্দর থেকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের হেডকোয়ার্টার্স পর্যন্ত রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে অভিনন্দন জানায় তাদের।
পরে ছাদখোলা বাসে শিরোপা নিয়ে প্যারেড করেন ম্যাথুসরা। তাদের সঙ্গে প্যারেডে যোগ দেন লাখ লাখ ক্রিকেট-ভক্ত। তারা নেচে-গেয়ে এশিয়া কাপের পঞ্চম শিরোপা জয়টা উদ্যাপন করেন।
করবেনই-বা না কেন? ২০১০ সালের পর যে তাদের শিরোপার খরা চলছিল। এশিয়া কাপের শিরোপা জিতে সেই খরা দূর করল তারা। এর আগে ২০১০ সালে ভারত ও জিম্বাবুয়েকে হারিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্টের শিরোপা জিতেছিল লঙ্কানরা।
দ্বাদশ এশিয়া কাপের শিরোপা জয় শ্রীলঙ্কাকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো খেলতে নিঃসন্দেহে অনুপ্রাণিত করবে।
প্রসঙ্গত, দ্বাদশ এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতে নেয় শ্রীলঙ্কা।