প্রশিক্ষণের সুবিধা দেয়ার মাধ্যমে বাংলাদেশের ফুটবলকে সহযোগিতার আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। বিনিময়ে ক্রিকেটে বাংলাদেশের সহযোগিতা চায় তারা। ইতোমধ্যে এই প্রস্তাব তারা ক্রীড়া মন্ত্রণলয়কে দিয়েছে।
ক্রীড়া মন্ত্রণালয় এক চিঠিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বিষয়টি জানিয়েছে। বাফুফেও এই প্রস্তাবে রাজি বলে সোমবার জবাব দিয়েছে।
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, “আমরা অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ দলকে সৌদি আরবে পাঠিয়ে প্রশিক্ষণ দিতে চাই। ক্রীড়া মন্ত্রণালয় এ ব্যাপারে উদ্যোগ নিতে পারে।”
অবশ্য বিষয়টা এখনও চূড়ান্ত অনুমোদন হয়নি। মন্ত্রণালয় পর্যায়ে সিদ্ধান্ত হলে তারা বাফুফেকে জানাবে। তাই কবে থেকে শুরু হবে এই প্রশিক্ষণ তা এখনও চূড়ান্ত হয়নি।
বাফুফে আশা করছে, এর মাধ্যমে বাংলাদেশের ফুটবল কিছুটাও হলেও উপকৃত হবে।