Home / খেলা / ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতিতে নাখোশ ব্লাটার
ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতিতে নাখোশ ব্লাটার

ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতিতে নাখোশ ব্লাটার

২০১৪ সালের বিশ্বকাপ আয়োজকদের উপর অসন্তোষ প্রকাশ করেছেন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার। তবে বিশ্ব ফুটবল সংস্থার প্রধানের আত্মবিশ্বাস, আসন্ন এই টুর্নামেন্টে ব্রাজিলিয়ানরা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি করবে না।

ব্রাজিলের উপর ৭৭ বছর বয়সীর সবচেয়ে বেশি ক্ষোভ নির্ধারিত সময়ের মধ্যে ভেন্যু প্রস্তুত না করায়। সাও পাওলো স্টেডিয়ামসহ বেশ কয়েকটি ভেন্যু বেধে দেওয়ার সময়ের মধ্যে তৈরি হয়নি। নভেম্বরে এই স্টেডিয়ামেই মারা গেছেন দুজন নির্মাণশ্রমিক। সবচেয়ে দামি স্টেডিয়াম ব্রাসিলিয়ার ছাদেও পাওয়া গেছে ফুটো।

এক কথায় ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতিতে নাখোশ ব্লাটার,‘ব্রাজিলের এখন উপলব্ধি করতে হবে যে তারা অনেক দেরিতে কাজ শুরু করেছে। ফিফায় আমার দায়িত্ব পালনকালে বিশ্বকাপ আয়োজক হিসেবে তারাই একমাত্র দেশ যারা সবচেয়ে দেরি করেছে। এমনকি প্রস্তুতির জন্য তাদের সবচেয়ে বেশি সময় (সাত বছর) দেওয়া হয়েছিল।’

বিশ্বকাপ আয়োজনে গত বছরের কনফেডারেশন্স কাপ চলাকালে আচমকা সবকিছুর দাম বেড়ে গেলে দেশব্যাপী আন্দোলন শুরু হয়। ওই ঘটনার পুনরাবৃত্তি বিশ্বকাপে হবে না বলে প্রত্যাশা ব্লাটারের,‘আমি একজন আশাবাদী, হতাশাপ্রবণ ব্যক্তি নই। ফুটবল রক্ষা পাবে। আমার বিশ্বাস ব্রাজিলিয়ানরা সরাসরি ফুটবলের উপর আক্রমণ চালাবে না। এটা এই খেলার আবাসভূমি, ফুটবল এখানে ধর্ম।’

আগামী ১২ জুন ব্রাজিল ও ক্রোয়েশিয়ার লড়াই দিয়ে শুরু হবে বিশ্বকাপ। ফাইনাল হবে ১৩ জুলাই।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ