অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে প্রথম ম্যাচেই বাজিমাত করলেন সাকিব আল হাসান। অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে আজ রোববার নিজের প্রথম ম্যাচেই সর্বোচ্চ ৪৬ রান করেন তিনি। সিডনি সিক্সার্সের বিপক্ষে তার ঝড়ো ব্যাটিংয়ের উপর ভর করেই ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান করে অ্যাডিলেড স্ট্রাইকার্স।
রোববার সিডনি সিক্সার্সের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অ্যাডিলেড স্ট্রাইকার্স। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে অ্যাডিলেড। মাত্র ৩২ রানেই হারিয়ে ফেলে প্রথম সারির চার ব্যাটসম্যানকে।
এরপরই রিয়ারডনকে নিয়ে দলের হাল ধরেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। পঞ্চম উইকেটে রিয়ারডনের সঙ্গে ৮০ রানের দুর্দান্ত একটি জুটি গড়েন তিনি। রিয়ারডন ৪৩ রানে রান আউট হন। আর ৪৬ রান করে সাজঘরে ফিরেন সাকিব আল হাসান।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ৩০ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংসটি ৩ চার ও ২ ছক্কা দ্বারা সাজানো ছিল। এর ফলে শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ১৪৯ রান সংগ্রহ করে অ্যাডিলেড স্ট্রাইকার্স। সিডনি সিক্সার্সের হয়ে মাত্র ১৬ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেন হাজলিউড।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৫০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে সিডনি সিক্সার্স।