Home / খেলা / বর্ষ সেরা

বর্ষ সেরা

দক্ষিণ আমেরিকার সেরা ফুটবলার নির্বাচিত হলেন রোনাল্ডিনহো৷ উরুগুয়ের এক দৈনিক পত্রিকা এলপাইসের উদ্যোগে ফুটবলার অব দ্য ইয়ারের জন্য ভোট নেওয়া হয়েছিল৷ সেখানে অন্যদের পিছনে ফেলে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন রোনাল্ডিনহো৷

এই লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন তার আরেক স্বদেশী ফুটবলার নেইমার৷ কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদকে লিবার্তাদোরেস কাপ জেতানো রোনাল্ডিনহোকেই বর্ষ সেররা ফুটবলার হিসেবে বেছে নেন ভোটাররা৷ তবে এই লড়াইয়ে ছিলেন আর্জেন্টিনার ফুটবলার ম্যাক্সি রডরিগেজ৷

রোনাল্ডিনহো এর আগে ২০০৫ ফিফার বর্ষ সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন৷ ২০০৪, ২০০৫ সালে পরপর দু’বার ব্যালন ডি’ওর পুরস্কার পেয়েছেন৷ তখন তিনি খেলতেন বার্সেলোনাতে৷

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ