ওয়ানডে সিরিজ জেতার পর টেস্টেও শ্রীলঙ্কার বিপক্ষে ভালোই খেলছে পাকিস্তান। আবুধাবিতে অনুষ্ঠিত প্রথম টেস্টের দ্বিতীয় দিন পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছে মিসবাহ-উল হকেরা। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে গড়া ২০৪ রানের জবাব দিতে গিয়ে পাকিস্তান দিন শেষে ৪ উইকেটে ৩২৭ রান সংগ্রহ করেছে। হাতে ৬ উইকেট থাকা পাকিস্তান যে শক্ত অবস্থানে যাবে তা দ্বিতীয় দিনেই আভাস পাওয়া গেছে। এত বড় সংগ্রহের পেছনে অভিজ্ঞ দুই ক্রিকেটারকে কৃতিত্ব দেওয়া যায়। ইউনুস খান ১৯৮ বলে ১৩৬ রানে সাজঘরে ফেরত গেলেও মিসবাহ ১০৫ রান করে ক্রিজে টিকে আছেন।
পাকিস্তান ঠিকমতো খেলতে পারলে প্রথম ইনিংসে ৫০০ রান গড়ে শ্রীলঙ্কাকে ভালোই চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে। এরোঙ্গা ৬৩ রানে ২ উইকেট পান। মাঝে পাক ক্রিকেট সংকটাপন্ন অবস্থায় থাকলেও সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স দলকে উজ্জীবিত করেছে। সামনেই টি-২০ বিশ্বকাপ, সুতরাং শ্রীলঙ্কার মতো দলকে ওয়ানডের পর টেস্ট সিরিজে হারালে ফেবারিটের তকমা নিয়ে মাঠে নামতে পারবে তারা। অন্যদিকে শ্রীলঙ্কার ব্যাটিং ও ফিল্ডিং দুটো ডিপার্টমেন্ট ফ্লপ করায় নিজেদের তুলে ধরতে পারছে না।
