Home / বিনোদন / হৃতিকের সঙ্গে এক শ কোটির ডিভোর্সের খবর ভুল: সুজানে
হৃতিকের সঙ্গে এক শ কোটির ডিভোর্সের খবর ভুল: সুজানে

হৃতিকের সঙ্গে এক শ কোটির ডিভোর্সের খবর ভুল: সুজানে

সম্প্রতি ভারতের বলিউডে অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে তার স্ত্রী সুজান এর দীর্ঘদিনের বিবাহিত জীবনের অবসানের খবরে মিডিয়ায় ঝড় উঠেছে। তার সূত্র ধরে এক মিডিয়ায় রিপোর্ট এসেছে এ বিচ্ছেদে এক শ কোটি রুপির লেনদেনের খবর। তবে এ খবর অস্বীকার করেছেন সুজান।

সম্প্রতি এক শ কোটির বিচ্ছেদের খবরটি মিথ্যে, ভুল, বানানো বলে জানিয়েছেন তিনি। শনিবারই প্রকাশিত হয় খবর, সুজান ও হৃতিকের বিচ্ছেদ: ১০০ কোটির চুক্তি? খবর প্রকাশিত হওয়ার পরই বিবৃতি দেন ক্ষুব্ধ সুজান।

সুজানে বলেন, আমি আজকের খবর পড়ে খুব হতাশ হয়েছি। এর মধ্যে কোনও সত্যতা নেই। পুরোটাই জল্পনা। এই ধরণের ভুল খবর প্রকাশ করা অনুচিত। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এই ধরণের জল্পনাও করা উচিত নয়। হৃতিক এবং আমার দুজনের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে। ছেলেদের ভালোভাবে মানুষ করাই এখন আমাদের লক্ষ্য। আমি মিডিয়াকে আবারও অনুরোধ করছি, আমাদের জীবনের কঠিন সময়ে ব্যক্তিগত ব্যাপার নিয়ে জল্পনা না করতে।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সুজানের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষনা করেন হৃতিক।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ