নায়ক সানি দেওল তার বিখ্যাত বাবা ধর্মেন্দ্র অভিনীত শোলের থ্রিডি সংস্করণ দেখলেন। শনিবার এই রিমেকের বিশেষ প্রদর্শনী হয়। এতে বাবার অভিনয় দেখে আবেগাপ্লুত হন তিনি।
সাংবাদিকদের তিনি বলেন, ‘এই ছবিটি বলিউডের ইতিহাসে বিশেষ প্রতীক হয়ে আছে। পুরোপুরি দেখতে গিয়ে আমি আবেগে আচ্ছন্ন হয়েছি।’
শোলের প্রশংসা করে তিনি বলেন, ‘৩৮ বছর আগের ছবি হলেও মনে যেন সাম্প্রতিক। এই ছবিটিকে আমি খুব পছন্দ করি। আর থ্রিডিতে এর নির্মাণ দেখে নতুন অনুভূতি হলো। পুরো ছবিটি সামগ্রিকভাবে ভালো লেগেছে।’
শোলে’র থ্রিডি জানুয়ারির ৩ তারিখে মুক্তি পাবে।