Home / বিনোদন / ‘বর্ষা টু’ নিয়ে বর্ষা
‘বর্ষা টু’ নিয়ে বর্ষা

‘বর্ষা টু’ নিয়ে বর্ষা

আগামী থার্টি ফার্স্টে বাজারে আসছে কণ্ঠশিল্পী বর্ষার একক অ্যালবাম ‘বর্ষা টু’। অ্যালবামের সুর ও সঙ্গীত করেছেন রিপন খান। তৌসিফ, কাজী শুভ, আহমেদ চপল, বর্ষা, বর্ণ চক্রবর্তী, লেলিন, সচি সামাদ, ও আপনের সুরে এটি বর্ষার তৃতীয় একক অ্যালবাম।

অ্যালবাম সম্পর্কে বর্ষা জানান, ‘অ্যালবামটির জন্য গীতিকার সুরকার এবং পরিচালক যথেষ্ট পরিশ্রম করেছেন। শ্রোতাদের কথা মাথায় রেখে অ্যালবামটির গানগুলো যত্নের সাথে তৈরি করা হয়েছে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’

এর আগে বর্ষার দ্বিতীয় একক আ্যালবামটি ছিল ‘ডুয়েট বর্ষা’। থার্টি ফার্স্ট থেকে সিডি চয়েজের ব্যানারে সারাদেশে ‘বর্ষা টু’ অ্যালবামটি পাওয়া যাবে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ