Home / আইন / হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন মং
বাংলাদেশি আইডল মং

হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন মং

প্রথম বাংলাদেশি আইডল বান্দরবানের ছেলে মং উচিং মার্মা একটি হত্যা চেষ্টা মামলার অভিযোগে আদালত থেকে জামিন পেলেন রবিবার।

রবিবার দুপুর ১২টার সময় বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রমনী রঞ্জন চাকমার আদালতে এসে জামিন আবেদন করেন তার আইনজীবী ইকবাল করিম।

মং এর বিরুদ্ধে পুলিশের দায়ের করা হত্যা চেষ্টা মামলায় মদ্যপ অবস্থায় মাতলামির অভিযোগও এজাহারে উল্লেখ রয়েছে।

আইনজীবী ইকবাল করিম মামলা সম্পর্কে জানান, ‘বাংলাদেশি আইডল মং এর বিদেশ সফর থাকায় আইনজীবীর জিম্মাদারিতে জামিনের আবেদন করা হয়েছে। এ সময় মং এর আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রমনী রঞ্জন চাকমা জামিন আবেদন মঞ্জুর করেন।

এদিকে বাংলাদেশি আইডল মং ছাড়াও আদালতের কাঠগড়ায় আরো ৮-১০ জন উপজাতি যুবক হাজিরা দিতে আসেন।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ