Home / বিনোদন / ভেঙে গেছে মডেল-অভিনেত্রী অহনার সংসার

ভেঙে গেছে মডেল-অভিনেত্রী অহনার সংসার

বছর না ঘুরতেই সংসার ভেঙে গেছে চিত্রনায়িকা ও মডেল-অভিনেত্রী অহনার সংসার। নিজের মুখেই বিষয়টি স্বীকার করে নিয়েছেন তিনি।

প্রয়াত নায়ক মান্নার সঙ্গে ‘চাকরের প্রেম’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান অহনা।

তবে ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। পরে আরও দু’-একটি ছবিতে নায়িকা চরিত্রে সুযোগ পেলেও ভাগ্য দেবী তার প্রতি মুখ ফিরে তাকাননি। ফলে অনেকটা অলক্ষ্যেই বিয়ের পীঁড়িতে বসেন অহনা।

তবে সংসার করার ক্ষেত্রেও ভাগ্য দেবী তার সহায় হয়নি। এক বছর সংসার করার পরই ভেঙে গেছে তা।

এ বিষয়ে অহনা বলেন, এক বছর আগে আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। আমি এখন অভিনয় নিয়েই ব্যস্ত।

উল্লেখ্য, ২০০৮ সালে রকিবুল আলম রকিব পরিচালিত ‘চাকরের প্রেম’ ছবির মাধ্যমে অহনার রুপালি যাত্রা শুরু। এরপর তিনি ‘জলদস্যু রক্তরহস্য’ নামের ভিন্নধর্মী একটি ছবিতে অভিনয় করেন। বছর দেড়েক আগে এফআই মানিকের ‘দুই পৃথিবী’ শিরোনামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ