Home / বিনোদন / আসিফ নজরুলকে বিয়ে করলেন হুমায়ুনকন্যা শীলা

আসিফ নজরুলকে বিয়ে করলেন হুমায়ুনকন্যা শীলা

বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন আসিফ নজরুল ও শীলা আহমেদ। মাস দুয়েক আগে তাদের বিয়ে হয়েছে বলে জানা গেছে। আসিফ নজরুল ও শীলা আহমেদের ফেসবুক অ্যাকাউন্টে যুগল ছবি প্রকাশের পর বিষয়টি আলোচনায় আসে।

এর আগে ১১-১২ বছর আগে আসিফ-শীলার বিয়ের জোরালো গুঞ্জন উঠেছিল। যদিও শেষ পর্যন্ত তা গুঞ্জনই থেকে যায়, বিয়েতে গড়াতে দেখা যায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে এর আগে অভিনয়শিল্পী রোকেয়া প্রাচীর বিয়ে হয়েছিল। সেই সংসারে ছয় বছরের একটি সন্তান রয়েছে। অন্যদিকে, হুমায়ূন আহমেদের কন্যা শীলা আহমেদও এর আগে একবার বিয়ে করেছিলেন। ওই সংসারে তার দুটি সন্তান রয়েছে। দুজনেরই কয়েক মাস আগে বিবাহ বিচ্ছেদ হয়েছে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ