কয়েকদিন আগে খুদে গানরাজখ্যাত কণ্ঠশিল্পী সাবরিনা পড়শীর ফেসবুক পেজটি যাচাই-বাছাই করে এর যথার্থতা নিশ্চিত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এর মাধ্যমে প্রথম বাংলাদেশি নারী তারকা হিসেবে ফেসবুক পেজে ভেরিফাইড হন পড়শী।
এবার ২৫ ডিসেম্বর পড়শীর নিজের ব্যান্ড ‘বর্ণমালা’ এর ফেসুবকে পেজটি ভেরিফাইড করেছেন ফেসবুক কর্তৃপক্ষ।
পড়শী এ বিষয়ে বলেন, আজ প্রথমে ফেসবুকে ঢুকেই দেখলাম এটা। খুব ভালো লাগছে। এটাই প্রথম দেশের ব্যান্ডের কোনো পেজ, যা ফেসবুকে ভেরিফাইড করা হয়েছে।
উল্লেখ্য, পড়শীর প্রথম একক অ্যালবাম ‘পড়শী’ প্রকাশিত হয়েছিল ২০১০ সালে। অ্যালবামটি জনপ্রিয় হওয়ার পর থেকেই মঞ্চ এবং বিভিন্ন অনুষ্ঠানে একটি নির্দিষ্ট যন্ত্রশিল্পীর দলের সঙ্গে অনুষ্ঠানে অংশ নিতে থাকেন পড়শী। এ দলটির সঙ্গে পড়শীর বেশ আন্তরিকতাও তৈরি হয়। পড়শী এবার তাদের নিয়েই গড়ে তুললেন নিজের ব্যান্ড দল ‘বর্ণমালা’।
অনুষ্ঠানেই একসঙ্গে গান করে পড়শী। বর্ণমালার সদস্যরা হলেন- পড়শী (ভোকাল), নাদিম আহমেদ (ভোকাল ও কি-বোর্ড), মিঠু (প্যাড ও ড্রামস), প্রিন্স (গিটার ও ভোকাল), অনির্বাণ (তবলা ও পার্কাশান), রিন্টু (বেজ), কামরুল (বাঁশি), স্বাক্ষর এহসান (ব্যান্ড ম্যানেজার)।
ফেসবুক ঠিকানা- https://www.facebook.com/porshiandbornomala