ট্যপরিচালক নিলয় মাসুদও জীবনের প্রথম নাটকটি নির্মাণ করেছেন ভালোবাসা দিবসে প্রচারের লক্ষ্যে। নাটকের নাম ‘একটি অসমাপ্ত ভালোবাসা’। নাটকের গল্প রচনা করেছেন পরিচালক নিজেই। নাটকের নাম দেখেই বোঝা যায় ভালোবাসাকে ঘিরেই নাটকের গল্প আবর্তিত। এতে আফরান নিশো অভিনয় করেছেন ফারহান চরিত্রে এবং মেহজাবিন অভিনয় করেছেন ফারিহা চরিত্রে। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘বলা যায় এখন আমি একটু বেছে বেছেই কাজ করছি। পরিচালক নিলয় মাসুদের এটি প্রথম নাটক। তার গল্প নির্বাচন বেশ ভালো লেগেছে আমার। তাছাড়া তিনি অনেক গুছিয়েই কাজটি করেছেন। নিশো ভাইয়ার সঙ্গে অনেকদিন পর কাজ করলাম। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।’ এদিকে নিশো বলেন, ‘অনেক নাটকেই তো প্রতিনিয়ত কাজ করছি; সত্যি বলতে কী, ভালো গল্প পাওয়াটাই যেন মুশকিল। এর গল্পটা সত্যিই চমত্কার। মেহজাবিন আগের চেয়ে অভিনয়ে অনেক ম্যাচিউরড হয়েছে, যে কারণে নাটকটিতে অভিনয় করতেও অনেক ভালো লেগেছে।’ পরিচালক নিলয় মাসুদ জানান, আগামী ভালোবাসা দিবসে একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে। উল্লেখ্য, আফরান নিশো ও লাক্স তারকা মেহজাবিন ২০১১ সালে অম্লান বিশ্বাসের পরিচালনায় ‘নো প্রোবলেম’ ধারাবাহিক নাটকে প্রথম অভিনয় করেন। এরপর তারা দু’জন আরও কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করেন। এদিকে নিশো অভিনীত ধারাবাহিক ‘নীল রঙের গল্প’ নিয়মিতভাবে এনটিভিতে প্রচার হচ্ছে। অন্যদিকে মেহজাবিন সর্বশেষ শুভ’র পরিচালনায় ‘মরীচিকার গল্প’ নাটকে অভিনয় করেছেন।
