বলিউডের বেবো, এবার চললেন পাকিস্তান। তবে সিনেমার জন্য নয়, বরং পাকিস্তানের এক নামী-দামী মোবাইল কোম্পানি কিউ মোবাইলের বিজ্ঞাপনে দেখা যাবে কারিনাকে।
প্রায় এক বছরের জন্য এই মোবাইল কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন কারিনা। নতুন বছরের শুরুতে এই মোবাইল বিজ্ঞাপনের জন্য থাইল্যান্ড উড়ে যাবেন তিনি।
বলিউডের সঙ্গে সঙ্গে পাকিস্তানেও কারিনার ভক্তের অভাব নেই। তার অভিনিত ছবি ‘হিরোইন’ ও ‘জব উই মেট’ প্রশংসিত হয়েছিল পাকিস্তানের দর্শকের কাছেও।
আর বলিউডি স্টারের জনপ্রিয়তাকে পুঁজি করেই মোবাইলকে আরও জনপ্রিয় করতে কিউ মোবাইল এই পদক্ষেপ নিয়েছে বলে অনেকেই মনে করছেন।