Home / বিনোদন / শহীদুজ্জামান সেলিমের মায়ের মৃত্যু
শহীদুজ্জামান সেলিমের মায়ের মৃত্যু

শহীদুজ্জামান সেলিমের মায়ের মৃত্যু

অভিনেতা শহীদুজ্জামান সেলিমের মা শামসুন্নাহার খান আর নেই। শনিবার দিবাগত রাত ২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার বড় ছেলে শহীদুজ্জামান সেলিম অভিনেতা এবং ঢাকা থিয়েটারের সদস্য। তার ছোটছেলে এরশাদ কমলও ঢাকা থিয়েটারের একজন কর্মী এবং ঢাকার শীর্ষস্থানীয় একটি ইংরেজি দৈনিকে কর্মরত আছেন। তার তিন মেয়ের তিনজনই গৃহিনী।

রোববার বাদ যোহর শামসুন্নাহার খানের নামাজে জানাযা শেষে ঢাকার বাড্ডাস্থ করবস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে ঢাকা থিয়েটার পরিবার গভীর শোক প্রকাশ করেছে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ