Home / বিনোদন / সস্তা জনপ্রিয়তার পথে মীম!

সস্তা জনপ্রিয়তার পথে মীম!

একুশে বইমেলাকে ঘিরে লেখকরা নানা পরিকল্পনা, প্রস্তুতি গ্রহণ করেন। এছাড়া কিছু গ্ল্যামার স্বর্বস্ব অভিনেত্রীর বই বের করারও হিড়িক পড়ে যায়। সেই প্রবণতা এবারেও প্রকাশকদের ভেতরে দেখা যাচ্ছে। তবে জানা গেছে, এ সকল বইয়ের অধিকাংশই তারকারা নিজেরা লেখেন না। অন্য শ্রমজীবি লেখকের কবিতা, গল্প বা উপন্যাসকে শুধু তারকাদের নাম ও ছবি লাগিয়ে স্বত্ত্ব বিক্রি করে দেওয়া হয়। আর এই সস্তা জনপ্রিয়তার ওপর ভর করে এবারেও বেশ ক’জন উঠতি তারকার বই বাজারে আসছে।

গেল বইমেলায় বিদ্যা সিনহা মীমের নামে বেশ কটি বই বের হলেও নির্ভরযোগ্য সূত্রে প্রকাশনা সংস্থার মানুষেরাই বলেছেন আমরা মূলত লেখার বিষয়সহ পুরো লেখাটি সাজিয়ে তাদের কাছে পাঠিয়ে দিই, এরপর তারকারা সেটিকে একবার পড়ে নিজের আয়ত্বে আনেন, যাতে সাংবাদিকদের বলতে সুবিধা হয়।

উল্লেখ্য, একাধিক প্রকাশকদের বইয়ের তালিকায় শাবনূরের লেখা অগণিত বই বাজারে রয়েছে। একটা নির্দিষ্ট সময় পরে চিত্রনায়িকা শাবনূরও তার এক ইন্টারভিউতে বলেছিলেন, ‘এই লেখাগুলোর কোনোটাই আমার নিজের লেখা নয়। তারা একটি পারিশ্রমিক দিয়ে আমাদের নাম ব্যবহার করতে চায়।’

তবে এর ব্যতিক্রম অনেক রয়েছে। এ দেশে অনেক মেধাবী ও গুণী তারকা লেখক রয়েছেন যারা অভিনয়ের পাশাপাশি নিয়মিত সাহিত্য চর্চা করেন। তবে মীমের এই ঘটনায় বুঝা যাচ্ছে শাবনূরের পদাঙ্কই যেন নিতে যাচ্ছেন তিনি। প্রকাশকরাই চ্যালেঞ্জ ছুড়ছেন কেউ কেউ যে তার কাছ থেকে বইয়ের মূল পাণ্ডুলিপি চাইলে পাওয়া যাবে না। তাই এভাবেই তারকাদের সস্তা জনপ্রিয়তায় ঠকছেন পাঠকদের এক শ্রেনী। ফলে প্রকৃত গুনী তারকা লেখকদেরকে নিয়েও প্রশ্ন তুলবার সাহস কেউ কেউ পেয়ে যায়।’

উল্লেখ্য, মাসকয়েক আগে লাক্স সুন্দরী ও দেশের গুণী অভিনেত্রী জাকিয়া বারী মম তার ইন্টারভিউতে বিদ্যা সিনহা মীমের শিক্ষাগত যোগ্যতা ও অবস্থান নিয়ে চ্যালেঞ্জ ছুড়েছিলেন। যার সত্যতা পরবর্তীতে বেশ ক’জন প্রমাণও করেছেন।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ