Home / বিনোদন / সালমানের বিরুদ্ধে নতুন অভিযোগ
সালমানের বিরুদ্ধে নতুন অভিযোগ

সালমানের বিরুদ্ধে নতুন অভিযোগ

সালমান খান একের পর এক অভিযোগে অভিযুক্ত হলেন। অভিযোগের বৃত্ত থেকে কিছুতেই যেন বের হতে পারছেন না এ মহাতারকা। একের পর এক পুলিশি ঝামেলায় ভুগছেন সালমান খান। এবার নতুন এক মামলায় জড়ালেন তিনি। ‘বিগ বস’ অনুষ্ঠানটির মাধ্যমে মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মামলা হলো সালমান খানের বিরুদ্ধে। শুধু সালমানই নয়, কালারস্ চ্যানেলের বিরুদ্ধেও মামলা ঠুকে দেওয়া হয়েছে। প্রশাসনও বিষয়টি বেশ গুরুত্বের সাথে দেখছে। ‘বিগ বস’-এর নতুন সেগমেন্ট সাজানো হয় জান্নাত ও জাহান্নামকে ঘিরে। একটি জান্নাত ও একটি জাহান্নাম তৈরি করা হয় ‘বিগ বস’ হাউজে। প্রতিযোগীদের কাজের উপর ভিত্তি করে কাউকে জান্নাতে আবার কাউকে জাহান্নামে পাঠানো হচ্ছে। সেখানেও চলছে প্রতিযোগীদের ঝগড়া, প্রেম। জান্নাত-জাহান্নামকে খুব সহজে একটি গেম শোয়ের অংশ হিসেবে ব্যবহার করে এর যথেচ্ছার ব্যবহার করাতেই ক্ষুব্ধ হয়েছেন অনেকে। আর তাই নতুন আরও একটি মামলার ঝামেলা পোহাতে হবে সালমান খানকে। উল্লেখ্য, ২০০২ সালে ঘুমন্ত পথচারীকে হত্যার দায়ে এখনও আদালতে দৌড়ঝাপ করছেন সালমান খান। হয়তো খুব শীঘ্রই সঞ্জয়ের মতো তাকেও জেলের ঘানি টানতে হবে।
প্রসঙ্গত, ‘বিগ বস সেভেন’ একের পর এক আলোচনারই সৃষ্টি করে যাচ্ছে। প্রতিটি দিক দিয়েই আগের সব সিজনকে ছাড়িয়ে যাচ্ছে। গড়ছে নতুন নতুন সব রেডর্ক। ‘বিগ বস সেভেন’-এর শুরু থেকেই চোখে পড়ছিল প্রেমের বিষয়টি। এক পর্যায়ে প্রেমের জোয়ারে গা ভাসিয়ে দেয় গেম শো’তে থাকা ৩ জোড়া প্রতিযোগী। শুধু প্রেমই নয়, তানিশা-আরমান অন্তরঙ্গ অবস্থায় ক্যামেরায় ধরাও পড়েন। পরবর্তীতে আবার সোফি হায়াতের ঠুকে দেওয়া মামলায় বিগ বস হাউজ থেকে গ্রেফতার হন আরমান কোহলি। সালমান খান ও অনুষ্ঠানের কর্তাব্যক্তিদের কারণে আরমান ছাড়া পেয়ে আবারও ‘বিগ বস’ ঘরে ফিরে আসেন। কিন্তু এবার রেহাই পাননি ‘বিগ বস’ নিজেও।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ