এক মাস দুই দিন আমেরিকা সফর শেষে নিজের ব্যান্ড নগরবাউলকে নিয়ে এ বছরের অক্টোবরে প্রথম সপ্তাহে দেশে ফিরেন জেমস। এরপর আবারো ১২ ডিসেম্বর বেবী নাজনীন ও জেমস মরিসাসে এক লাইভ কনসার্টে অংশ নেন।
এবার আসছে ২৮ ডিসেম্বর রাজধানীর গুলশানস্থ ইন্দিরা গান্ধি কালচারাল সেন্টারে এক সঙ্গীত সন্ধ্যায় অংশ নিবেন জেমস ও তার দল নগরবাউল।
ইন্দিরা গান্ধি কালচারাল সেন্টার জানিয়েছে, এখানে এই জনপ্রিয় ব্যান্ডটি সন্ধ্যা ৬ টা ৩০ থেকে কয়েক ঘণ্টা টানা পারফর্ম করবেন। আর শ্রোতারা বিনা টাকায় এটি উপভোগ করতে পারবেন।
ঠিকানা: বাসা # ৩৫, সড়ক # ২৪, গুলশান ১, ঢাকা ।