দর্শকের চোখ ধাঁধিয়ে দেবার জন্য অবতার ছবির সিক্যুয়াল নির্মাণের পরিকল্পনা করেছেন অবতার ছবির পরিচালক জেমস ক্যামেরুন তবে এ খবরটা এতদিন মুখে মুখে থাকলেও ১৭ ডিসেম্বর বিজনেস অব সিনেমাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে, শিগগিরই নিউজিল্যান্ডে ছবিটির শুটিং শুরু করবেন।
ক্যামেরুন আরো বলেছেন, `ছবিটির সিক্যুয়েলে থাকবে পানির নিচের অসাধারণ কিছু দৃশ্য। যেখানে অবতারের জগৎ প্যান্ডোরা বানানো হয়েছিল। ২০১৬ সালে ছবিটি মুক্তি দিতে চাই। আর আমার বিশ্বাস সাত বছর পর এ ছবিটি আবারো বক্স অফিস হিট করবে।`
এবারের অবতারে নতুন অনেক জায়গা ও বিভিন্ন চরিত্রের নতুনত্ব থাকবে। এ ছবির জন্য নিজস্ব হেলিকপ্টার নিবেন বলেও জানান নির্মাতা।
প্রযোজক জন ল্যানডিউ বলেছেন, `নতুন সিরিজের এ ছবিটির বাজেট আগের চেয়ে ২০ ভাগ বেশি রাখা হয়েছে। আশা করছি, ছবিটি আবারো বক্স অফিসে নতুন চমক দিবে।`