Home / বিনোদন / আমিও সমকামী ছিলাম, সমকামিতা স্বাভাবিক: সুমন

আমিও সমকামী ছিলাম, সমকামিতা স্বাভাবিক: সুমন

সমকামিতা নিয়ে পুরো ভারত যখন উত্তাল, ঠিক সেই মুর্হুতে পশ্চিম বাঙলার জনপ্রিয় গায়ক কবীর সুমন জানালেন,”আমিও সমকামী ছিলাম, এখন আর নই। সমকামিতা স্বাভাবিক।”

স্পষ্টভাষী সুমন গানে গানে নিজের জীবনের ‘অজানা’ অধ্যায় তুলে এনেছেন ভক্ত-শ্রোতাদের সামনে। ভারত সুপ্রিম কোর্টের ৩৭৭ ধারা নিয়ে রায়ের বিরুদ্ধে গানে গানে প্রতিবাদ এবং সমকামিতার প্রতি সর্মথন জানালেন এই গায়ক।

‘দেবাশিস’ শিরোনামে তিনি যে গান রচনা এবং নিজের ওয়েবসাইটে প্রকাশ করেছেন তার কথা এরকম-

দেবাশিস দেবাশিস
তোমার আমার তখন আঠেরো রোমাঞ্চ ফিসফিস।
ক্রিকেটের পরে হাত ধরে ফেরা শীতের সন্ধে নামে
যেখানে তোমার গায়ের গন্ধে আমার শরীর ঘামে।

একদিন লেকে কাঁধে হাত রেখে তুমি আমি মুখোমুখি
প্রথম চুমুর আবিষ্কারেই আমরা দু’জন সুখী।
তারপর এক ছুটির দুপুরে শরীরে শরীরে খোঁজা
দুটি তরুণের ভালোবাসা আর কামনার ভাষা বোঝা।

অঙ্গে অঙ্গে আবিষ্কারের নাছোড়বান্দা সুখ
অপলকে শুধু দেখেছিলে তুমি ব্রণভরা এই মুখ।
ভুলে যাওয়া বাকি দুনিয়াটা শুধু আদরে আদরে মেশা
দুটি তরুণের আলিঙ্গনেই প্রথম প্রেমের নেশা।

কিসের আইন কিসের বিধান তিনশো সাতাত্তর
প্রথম প্রেমিকা দেবাশিস আমি প্রথম প্রেমিক তোর।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ