এশিয়ান চলচ্চিত্র উৎসবে যাচ্ছে খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকির আলো’। আগামী বছরের শুরুতেই ভারতের মুম্বাইয়ে আয়োজিত এ উৎসবে প্রদর্শিত হবে ছবিটি।
ছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা সাহা মিম এবং ইমন। অন্যান্য চরিত্রে রয়েছেন কল্যাণ, দিতি, তারিক আনাম খান, গাজী রাকায়েত, মিতা চৌধুরী প্রমুখ।
ত্রিভুজ প্রেমের কাহিনি উপজীব্য করে নির্মিত এ ছবির গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, পড়শী, ইবরার টিপু, হায়দার হোসেন, বাপ্পা মজুমদার, আগুন এবং কণা।