বাবা কালু গুণ্ডা এলাকার ত্রাস। মেয়ে বিজলী আরও এক ত্রাস, বারুদের গোলা। প্রচন্ড জেদী আর এলাকার সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের হোতা। অবৈধ অস্ত্র ,মাদক,চাঁদাবাজি সবই তার দখলে। প্রতিপক্ষের সন্ত্রাসীদের শায়েস্তা করে নিজের প্রভাব এলাকায় বজায় রাখে বিজলী।
এমনই দুর্দান্ত, দরন্ত, দস্যিপনা চরিত্র বিজলী হয়ে ধারাবাহিক নাটক ‘বিজলী কামিং সুন’ অভিনয় করলেন তিশা । সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় এই নাটকে তিশাকে এ ধরনের একটি চরিত্রে দেখা যাবে প্রথমবারের মত।
সম্প্রতি শুটিং শুরু হওয়া এই ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে তিশা বলেন, “নাটকের চরিত্রটি আমার জন্য সম্পূর্ন ভিন্ন এবং নতুন। যেহেতু নাটকের বেশির ভাগ দৃশ্য ধারন করা হচ্ছে আউট ডোরে তাই দর্শক আমার চরিত্রের মাঝে পুরোপুরি বাস্তব বিজলীর দর্শন পাবে বলে আশাকরি।”
তিশা ছাড়াও এ নাটকে অভিনয় করছেন রওনক হাসান, জোতিকা জ্যোতি, সাব্বির আহমেদ প্রমুখ। নাটকটি শিগগিরই যেকোনো একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানান।