শাড়ি এক মুগ্ধকর সাজসরঞ্জাম এবং শাড়ির একমাত্র ইন্দ্রিয়গত অবতারই পারে বিকিনিকে একটি শক্ত প্রতিযোগিতার দিতে। বলিউডে এক সময় নায়িকাদের আবেদনময়ী করতে ব্যবহার করা হতো শাড়ি। চলচ্চিত্রে শাড়ির ব্যবহার শুধুমাত্র নজরই কাড়ে না, দৃশ্যকে প্রাণবন্ত করে তোলে, যোগ করে আকর্ষণ। চলুন এবার দেখা যাক বলিউডের কোন কোন চলচ্চিত্র গানে নায়িকাদের আবেদনময়ী করে তুলতে শাড়িকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে-
বলিউডে মাধুরী দীক্ষিতের সাফল্যের পেছনে অন্যতম প্রধান কারন হিসেবে ধরা হয় তার নাচকে। মাধুরীর মনোমুগ্ধকর শ্রী যেন আরও প্রখর হয়েছে শাড়ি পরনের ঢং আর পারদর্নাশী নাচের মধ্যদিয়ে।‘বেটা’ চলচ্চিত্রের অন্যতম আবেদময় গান ‘ধাক ধাক কারনে লাগা’ গানটি ব্যাপক সারা ফেলে। এতে মাধুরীর শাড়ি পরিহিত নাচ দর্শকের মনে এতোটাই আলোড়ন তোলে এই গানটি যে পরবর্তীতে মাধুরীর নাম হয়ে যায় ‘ধাক ধাক মেয়ে’। অনিল কাপুর এবং মাধুরী দীক্ষিত অভিনীত ‘বেটা’ চলচ্চিত্রটি দর্শকের মন জয় করতে সক্ষম হয়।‘ধাক ধাক’ গানটিতে মাধুরীর অভীক অঙ্গভঙ্গি দর্শককে হলমুখী করে।
আমি হলফ করে বলতে পারি ‘কাটে নেহি কাটতে’ গানটি মনে পরলেই আপনার চোখে ভেসে উঠবে শ্রীদেবীর নীল সিফন শাড়ি পরিহিত আবেদনময় ক্লকওয়াইজ নাচের মুদ্রাগুলো। যা একবার হলেও আপনার মনে শিহরণ জাগাবে। গানটি কোরিওগ্রাফ করেছেন সরোজ খান আর এত কণ্ঠ দিয়েছেন আলিশা চেন্নাই। এই গায়িকার আবেদনময়ী কণ্ঠ আর শ্রীদেবীর প্রলোভনসঙ্কুল নাচ গানটিকে দিয়েছে এক ঐতিহাসিক মাত্রা। বলিউডে তখনকার সময়ে ‘মিঃ ইন্ডিয়া’র নতুন কাহিনী এবং শ্রীদেবীর মহনীয় নাচই দর্শককে বাধ্য করে ছবিতি দেখতে।
‘কাভি আলভিদা না কেহ না’ চলচ্চিত্রে গোল্ডেন হাসির সম্রাজ্ঞি রানী মুখার্জির স্বভাবসুলভ মোহিনীয় আবেদনে নতুন মাত্রা যোগ করেছে শাড়ি। ‘তুমহি দেখ না’ জাঁকজমকপূর্ণ গানটিতে রানীকে দেখা যায় আগুনজ্বলা কমলা, গলাপি, কালো রঙের বিভিন্ন রঙের শাড়ি পরে নাচতে। এই চলচ্চিত্রটি বক্স অফিস না মাতাতে পারলেও শাহরুখ রানী যুটির গানটি ভক্তদের নজর কাঁড়তে পেরেছিল।
এই গানটিতে দেখা যায় দক্ষিন এশিয়ার অন্যতম আবেদনময়ী নায়িকা ক্যাটরিনা কাইফ এবং অক্ষয় কুমার কে বৃষ্টিতে ভিজে বিভিন্ন মুদ্রায় নাচ করতে। এই একটি গানে ক্যাটরিনাকে নানা রঙের শাড়ি পরে মহনীয়ও ভঙ্গিমা করতে দেখা যায়। হাস্যরসাত্মক চলচ্চিত্র ‘দে ধা ধান’র ‘গালে লাগ যা’ আইটেম গানটি মুলত কথা এবং ক্যাটের লম্বা আকর্ষণীয় অবয়বকে আরও আকর্ষণীয় করে তোলে শাড়ি।
এবার বাংলাদেশ চলচ্চিত্র প্রসঙ্গে না আসলেই নয়, সত্তুর আসির দশকের চলচ্চিত্রতে নায়িকাদের একমাত্র পোশাক শাড়ি হলেও নানা স্টাইলে একে ব্যবহার করে নায়িকাদের করে তোলা হয়েছে আবেদনময়। এপরে ওয়েস্টার্ন পোশাক জায়গা দখল করলেও শাড়ি রয়েছে তার আপন মাধুর্যে। সম্প্রতি মুক্তি পাওয়া পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী চলচ্চিত্রেও দেখা যায় নায়িকা জয়াকে সিফন শাড়ি পরে সমুদ্রের সৈকতে প্রেমের আবেদন করতে।
খুব সম্প্রতি ‘রাজত্ব’ চলচ্চিত্রের ‘তুমি ছাড়া কে আছে’ শিরনামের গান ইউটিউব এ মুক্তি পায়। মুক্তি পাওয়ার সাথে সাথেই ইতিবাচক একইসাথে নেতিবাচক সমালোচনার সম্মুক্ষিন হয় এই গানটি। তবে গতানুগতিক ধারা থেকে বাইরে বেরিয়ে নতুন কিছু করার শাকিব এবং ববির চেষ্টাটি খুবি স্পষ্ট। শাড়িতেও যে নায়িকাদের আকর্ষণীয় লাগতে পারে সেটি প্রমাণ করেছে এই গানটি। জাতে শাড়ি পরিহিত নায়িকা ববির আকর্ষণীয় অঙ্গভঙ্গি দর্শকের মনে আলোড়ন তোলে। পরিস্কার প্রিন্ট আর শাকিব এবং ববির আকর্ষণীয় মেলবন্ধন হলমুখী করবে দর্শককে।