শাকিব খানের নতুন ছবি ‘রেড’র জন্য নায়িকার সন্ধানে নেমেছিলেন পরিচালক সাফিউদ্দিন সাফি। দর্শকদের আশা আকাঙ্খা পুরনে কথা দিয়েছিলেন ছবিতে নতুন কিছু উপহার দেওয়ার। তার জন্য দর্শকদের আগ্রহও জানতে চান তিনি। শাকিব খানের বিপরীতে দর্শকরা কোন নায়িকাকে দেখতে চান তা নিয়েও প্রচারণা করেন ফেসবুকে।
শেষ পর্যন্ত সাফি জানালেন ‘রেড’ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন অপু বিশ্বাসই। যে কিনা শাকিবের সঙ্গে সর্বোচ্চ জুটি বাঁধা নায়িকা। তবে ছবিতে দুজন ছাড়াও অভিনয় করবেন নবাগত মিম।
জানা গেছে, আজ থেকে টাঙ্গাইলের মহেরা জমিদারবাড়িতে ছবিটির শুটিং শুরু হবে। ছবিটিতে আরো অভিনয় করবেন নবাগত নায়িকা মিম।
তিতাস কথাচিত্র প্রযোজিত ‘রেড’ ছবিটির বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন তাওসিফ, পুলক, মুন্নী প্রমুখ। সঙ্গীতায়োজনে রয়েছেন আহমেদ হুমায়ূন।