নির্বাচনের পর মুক্তি পাচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চলচ্চিত্র ‘ছায়া-ছবি’। দীর্ঘদিন আগে ছবিটির কাজ শুরু হলেও নানা কারণে তা শেষ হয়নি।
ছবিটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ ও পূর্নিমা। এছাড়া ছবিতে আরও অভিনয় করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল, ডা. এজাজ, সাথীসহ আরও অনেকে। শুভ ও পূর্ণিমার প্রণয় সম্পর্ক নিয়েই ছবিটির গল্প গড়ে উঠেছে। ছবিটির চিত্রগ্রহণ করেছেন খায়ের খন্দকার এবং সম্পাদনায় আছেন ফরহাদ আহমেদ।
জানা গেছে, ছবিটির শেষ পর্যায়ের কাজ যতটুকু বাকি ছিল তা শেষ করে খুব শিগগিরই সেন্সর ছাড়পত্রের জন্য ছবিটি জমা দেয়া হবে।