তিন তিনবারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী পপির প্রথম ছবির কথা হয়তো সবারই জানা। ‘কুলি’ নামের সে ছবি দিয়েই পপি বুঝিয়ে দিয়েছিলেন অত সহজে তিনি হার মানতে আসেননি। তবে জানেন কি একের পর এক ব্যাবসাসফল ছবি উপহার দেওয়া পপির নায়িকা হওয়ার স্বপ্নই উড়ে যেতে বসেছিল। কারণ ‘কুলি’ ছবিতে তিনি ভালো অভিনয় করলেও মোটেও ডাবিং করতে পারছিলেন। ছবির প্রযোজক-পরিচালক যখন ছবি নিয়ে অনিশ্চয়তায় তখন এগিয়ে এসেছিলেন আরেক অভিনেত্রী। তিনি আর অন্য কেউ নন। টিভি নাটকের একসময়কার জনপ্রিয় তারকা আফসানা মিমি। ‘কুলি’ ছবিতে পপির কন্ঠে ডাবিং করেন তিনিই। এরপর আরো বেশ কয়েকটি ছবিতে পপির মুখে শোনা গেছে আফসানা মিমির কন্ঠ।
দীর্ঘদিন পর এ কথা জানালেন পপি নিজেই। পপি বলেন, আফসানা মিমি, আপনাদের প্রিয় টিভি অভিনেত্রী মজার ব্যাপার কি জানেন, আমার পপি হয়ে উঠবার পেছনে তারও অবদান আছে। আমার প্রথম ছবিতে আমি ডাবিং করতে পারছিলাম না। আফসানা মিমি তখন আমার কণ্ঠটা ডাবিং করে দেন। তারপর বেশ কিছু ছবিতে তিনি আমার কণ্ঠ দেন। কোন দিন বলা হয়নি আমি নিজেও তার ফ্যান।