বোস্টন মাতিয়ে গেলেন নতুন প্রজন্মের জনপ্রিয় দু’শিল্পী মিলা ও হৃদয় খান। গত শুক্রবার বোস্টনে অনুষ্ঠিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের কয়েক ঘন্টা আনন্দে মাতিয়ে রাখেন মিলা ও হৃদয় খান।
গত ২২ নভেম্বর শুক্রবার বোস্টনের উপশহর মেডফোর্ডের জন এফ ম্যাকগ্লীন এলেমেন্টারি স্কুলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউইংল্যান্ড (বেইন) সংগঠনের তহবিল সংগ্রহের লক্ষ্যে উক্ত সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনে করে। সন্ধ্যা সাড়ে ৮টা বেইনের সভাপতি শহিদুলইসলাম প্রিন্সের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রথমেই মঞ্চে আসেন নতুন প্রজন্মের জনপ্রিয় শিল্পী হৃদয় খান। শিল্পী তার জনপ্রিয় ৫/৬টি গান পরিবেশন করে দর্শকদের হৃদয় কেড়ে নেন। এরপর মঞ্চে আসেন বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পী মিলা। প্রায় দু’ঘন্টাব্যাপী মিলা তার জনপ্রিয় গানের তালে নেচে গেয়ে দর্শক-শ্রোতাদের নাচিয়ে তোলেন। এছাড়াও সন্ধ্যা থেকেই রকমারি জিনিষপত্র, শাড়ি জুয়েলারি ও খাবারের দোকানে চলে নানারকম বেচাকেনা। নিউইংল্যান্ডের সাংস্কৃতিপ্রেমিসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানেউপস্থিত হয়ে আনন্দ উপভোগ করেন। উল্লেখ্য,বেইনের তহবিল সংগ্রহের জন্য বাৎসরিক এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হলেও কিছু অসৎ ব্যক্তি তাদের হীনস্বার্থ চরিতার্থ করার জন্য এ মহতী উদ্যোগকে নস্যাৎ করার চেষ্টা চালান বলে বেইনের সভাপতি শহিদুল ইসলাম প্রিন্স বার্তা সংস্থা বাংলা প্রেসকে জানান। তিনি বলেন, শুক্রবার দুপুরে বেইনের সাধারণ সম্পাদক তরুন বড়ুয়ার কাছ থেকে জানতে পারেন যে, মেডফোর্ডের জন এফ ম্যাকগ্লীন এলেমেন্টারি স্কুলের অধ্যক্ষ জরুরি ভিত্তিতে দেখা করতে বলেছেন। সেই মোতাবেক তিনি তার সাথে দেখা করতে গেলে অধ্যক্ষ একটি চিঠি তাকে দেখান। ঐ চিঠিতে লেখা ছিল বেইন একটি আয়হীন সংগঠন। অথচ শুক্রবারের অনুষ্ঠানটি অর্থ বা বিনিময় মুল্যের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অতএব এ অনুষ্ঠানটি বন্ধ করা হোক। উক্ত চিঠিতে কার নাম লেখা ছিল এ প্রশ্নের উত্তরে প্রিন্স বলেন, চিঠিটি ছিল বেনামি। তবে এটা কারা করেছে তা আমাদের বুঝতে অসুবিধা হয়নি। যারা এ ধরনের কাজ করছে তারা কখনই কমিউনিটির মঙ্গল চান না। এরা সব সময়ই এ ধরনের কাজ করে আসছে। অচিরেই এদের মুখোশ খুলে যাবে।
