Home / বিনোদন / ৪৭ বছর বয়সে পুরো নগ্ন হয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন সুন্দরী সিন্ডি!

৪৭ বছর বয়সে পুরো নগ্ন হয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন সুন্দরী সিন্ডি!

cindy-crawford-v-magazineআমরা অনেকেই হয়তো ধরে নিয়েছিলাম যে, এক সময়ের সুন্দরী মডেল সিন্ডি ক্রফোর্ড হারিয়ে গেছেন। কিন্তু ছবি তোলার জন্য ৪৭ বছর বয়সেই পুরো নগ্ন হয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন তিনি। এবং সমালোচকরা বলছেন, এটাই হয়তো সিন্ডির সবচে সেক্সি ফটোশ্যূট।

তিনি ভি-ম্যাগাজিনের শীত কালীন সংখ্যার জন্য নগ্ন হয়ে ছবি তুলেছেন। সাদা কালোতে তোলা সেই ছবিতে তিনি পুরো নগ্ন হয়েছেন, এবং বিশেষ জায়গাগুলো পিকনিকে ব্যবহৃত চাদর দিয়ে ঢেকে রেখেছেন।

উল্লেখ্য, তিনি মাত্র ২১ বছর বয়সে ভোগ ম্যাগাজিনের কভার মডেল হয়েছিলেন। এবং তিনি মনে করেন, বয়স বাড়ার সাথে সাথে তার মডেলিং দক্ষতা আরো বেড়েছে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ