ফ্যাশন শিল্পে অবদান রাখার জন্য ব্রিটেনের ফ্যাশন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত হবেন সুপারমডেল কেইট মস।
ব্যাং শোবিজ জানিয়েছে, ব্রিটিশ ফ্যাশন অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ‘স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড’ দেওয়া হবে কেইটকে।
পঁচিশ বছরের ক্যারিয়ারে বিশ্বব্যাপী ফ্যাশন শিল্পে ব্যাপক অবদান রাখার জন্য কেইটকে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে ২ ডিসেম্বর।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে লন্ডন কলোসিয়ামে, আর কেইটের হাতে পুরস্কার তুলে দেবেন ব্রিটিশ কৌতুক অভিনেতা জ্যাক হোয়াইটহল।
১৯৮৮ সালে ‘স্টর্ম মডেল ম্যানেজমেন্ট’ কোম্পানির মালিক সারাহ ডুকাসের হাত ধরে মডেলিং জগতে আসেন কেইট। তখন তার বয়স ছিল মাত্র ১৪ বছর।
এদিকে সম্প্রতি ‘প্লেবয়’ ম্যাগাজিনের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী সংখ্যার প্রচ্ছদে বিবসনা হয়ে ছবি তুলেছেন কেইট।
ম্যাগাজিনটির সম্পাদক জিমি জেলিনেক সম্প্রতি কেইটকে মেরিলিন মনরোর সঙ্গে তুলনা করে বলেছেন, “প্লেবয় বিশ্বব্যাপী জনপ্রিয় একটি পত্রিকা। ৬০ বছর আগে প্রচ্ছদে মেরিলিন মনরোর ছবি নিয়ে যাত্রা শুরু করেছিল এই ম্যাগাজিন, তখনকার সময়ে তিনি ছিলেন যৌনাবেদনের আইকন। আর বর্তমান সময়ে আমাদের আছেন কেইট মস।”