শুরু থেকেই বাণিজ্যিক গানের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন বিষয় নিয়ে গান করে আসছে ‘প্রমিথিউস’। তিন-চার বছর ধরে বিভিন্ন বিশেষ দিবস উপলক্ষেও গান করছে ব্যান্ডটি, যা তাদের গানে এনেছে ভিন্ন মাত্রা।
এবার দেশের চলমান সংকটময় মুহূর্তে সংগীতের মাধ্যমে দেশের কথা বলেছে তারা। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যান্ডটি তৈরি করেছে নিজেদের নতুন একক অ্যালবাম ‘এভাবে দিন অন্ধের মতো চলতে পারে না’।
এ অ্যালবামে গান রয়েছে পাঁচটি। গানগুলোর শিরোনাম ‘এমন বেদনা আমাকে দিয়েছ’,’এসব আমার সহ্য হয় না শোনো’, ‘দিগ্বিজয়’ ও ‘একটাই’। সব গানই লিখেছেন কবি রেজাউদ্দিন স্টালিন। সুর করেছেন বিপ্লব।
এ প্রসঙ্গে বিপ্লব বলেন, ‘আমরা সব সময়ই বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে সোচ্চার আওয়াজ তোলার চেষ্টা করেছি। এবারও চেষ্টা করেছি নিজেদের মনের কথাগুলো গানে গানে বলতে। দেশের প্রতি ভালো লাগা এবং ভালোবাসা থেকেই আমাদের এ উদ্যোগ। সবার ভালো লাগবে আশা করি।’
উল্লেখ্য, গানগুলো www.prometheusbd.com, www.levelzerodb.com ও প্রমিথিউসের অফিশিয়াল ফ্যান পেজ prometheus unbound থেকে ডাউনলোড করা যাবে।