আরুশি হত্যাকাণ্ডের উপর চলচ্চিত্র নির্মাণ করা হলে তা মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন যাবদজীবন কারাদণ্ডপ্রাপ্ত দম্পতি রাজেশ এবং নুপুর তালওয়ার। তাদের সম্মতি ব্যতিত কোন চলচ্চিত্র তৈরি করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। এসব কথা বলেন রাজেশ এবং নুপুর তালওয়ারের উকিল মানজ সিসোধা।
তিনি বলেন, সংবাদমাধ্যমে প্রচারিত খবরের মাধ্যমে আমরা জানতে পারি- কিছু আন্তর্জাতিক এবং জাতীয় পরিচালক ও লেখকরা আরুশি হত্যাকাণ্ডের উপর চলচ্চিত্র তৈরিতে উৎসাহ দেখাচ্ছে।”
তিনি আর বলেন, “আরুশির বাবা-মা দু’জনই অত্যন্ত মর্মাহত, যে তাদের আদরের সন্তানের হত্যাকাণ্ডকে পুঁজি করে শুধু মাত্র অর্থ উপার্জনের উদ্দেশ্যে লেখালেখি ও চলচ্চিত্র নির্মাণ করা হচ্ছে।”
উল্লেখ্য, শুক্রবার হলিউডের চলচ্চিত্র নির্মাতা ক্লিপ এফ রুনিয়ার্ড আরুশি হত্যাকাণ্ড আলোকে বই ও চলচ্চিত্র তৈরিতে সম্মতির জন্য এই দম্পতির সাথে দেখা করতে দাসনা কারাগারে যান। কিন্তু এই পরিচালক শেষ পর্যন্ত আরুশির অভিভাবকের সাথে দেখা করতে পারেন নি।
এদিকে সূত্রে জানা যায়, ক্লিপ এফ রুনিয়ার্ড আরুশি হত্যাকাণ্ডের সত্ত্বের জন্য ৫ কোটি রুপি দিতে চান।