Home / বিনোদন / ‘কামসূত্র থ্রিডি’তে কারিনা!

‘কামসূত্র থ্রিডি’তে কারিনা!

‘কামসূত্র থ্রিডি’ ছবিতে অভিনয়ের জন্য কারিনা কাপুরকেই প্রথম প্রস্তাব দেয়া হয়েছিল। সম্প্রতি দেয়া এক সাক্ষাতকারে এমন খবর জানিয়েছেন ছবির পরিচালক রুপেশ পাল।

রুপেশ জানান, চিত্রনাট্য পছন্দ হওয়ার পরেও অতিরিক্ত নগ্নতা থাকায় ছবিটির প্রস্তাব ফিরিয়ে দেন কারিনা।

একের পর বিতর্কের সৃষ্টি করায় আলোচনার শীর্ষে অবস্থান করছে ‘কাম সূত্র থ্রিডি’ ছবিটি। রুপেশের পরিচালনায় বর্তমানে ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বলিউডের বিতর্কিত মডেল-অভিনেত্রী শার্লিন চোপড়া।

অনেক বেশি পর্নোগ্রাফিক উপাদান থাকায় ছবিটি সমালোচিত হলেও বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রশংসিত হয়েছে। ৮৬ তম অস্কারের তিনটি নমিনেশন পেয়েছে ছবিটি। ৬৬তম কান উৎসবেও ছবিটি প্রশংসিত হয়েছে।

চলতি বছরের মে মাসে মুক্তি পাবে ‘কাম সূত্র থ্রিডি’ ছবিটি। সূত্র: ইন্ডিয়া টুডে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ