Home / বিনোদন / শাকিব-ববির ছবিটির প্রমো নিয়ে তোলপাড়! (ভিডিও)

শাকিব-ববির ছবিটির প্রমো নিয়ে তোলপাড়! (ভিডিও)

এবার জনপ্রিয় নায়ক শাকিব খান ও হালের সেনসেশন চিত্রনায়িকা ববির ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ঝড় উঠেছে ফেইসবুকেও। এছাড়া সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যমেও ছড়িয়ে পড়েছে ভিডিওটি।

সম্প্রতি শাকিব ববি জুটি অভিনীত ‘রাজত্ব’ ছবিটির একটি প্রমো ইউটিউবে আপলোড করা হয়। এর পরেই শুরু হয় তোলপাড়। জনপ্রিয় হয়ে উঠে ভিডিওটি। সেখান থেকে মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ভিডিওটি।

বর্তমানে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘রাজত্ব’ ছবিটি বেশ কিছুদিন ধরেই মুক্তির প্রহর গুনছে।

এক মিনিট কয়েক সেকেন্ডের এই ভিডিওটিতে চিত্রনায়িকা ববিকে একটি ক্লাবের মধ্যে গানের সঙ্গে নাচতে দেখা যায় আবেদনময়ী ঢংয়ে। আর চিত্রনায়ক শাকিব খান তখন উপভোগ করছিলেন। হঠাৎ করেই সেখানে গুন্ডাদের প্রবেশ ঘটে। তথনই শুরু হয়ে যায় নায়কের অ্যাকশন।

অ্যাকশন ঘরানার এই ছবির মাধ্যমে ঢাকাই ছবিতে আরো একটি জুটির পথচলা শুরু হতে যাচ্ছে। তাই ছবিটি নিয়ে ব্যাপক আশাবাদী তরুণ পরিচালক ইফতেখার চৌধুরী।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ