Home / বিনোদন / ‘হানিমুন’এ বাপ্পী-মাহী

‘হানিমুন’এ বাপ্পী-মাহী

হানিমুনে গিয়েছেন মাহী। তার সঙ্গে আছেন বাপ্পী। সেখানে ঘটছে মজার নানা ঘটনা। আর এমন বিষয় নিয়েই গড়ে উঠেছে একটি ছবির গল্প। ছবিটি পরিচালনা করছেন সাফি উদ্দীন সাফি। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে সম্প্রতি এ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মাহী। এতে তার বিপরীতে থাকছেন বাপ্পী।

মাহী বলেন,” কিছুদিন আগে আমি আর বাপ্পি যখন ভোলায় ‘ময়নামতি’ ছবির শুটিং করছিলাম, তখন সাফি ভাই আমাকে জানান ‘হানিমুন’-এর কথা। কিন্তু তখন বুঝিনি ‘হানিমুন’ নামে তার নতুন ছবিতে আমি আর বাপ্পি অভিনয় করবো। পরে ঢাকায় ফিরে জানতে পারি।”

তিনি আরও বলেন,” আমার ভাল লাগছে এই কারণে যে, ছবিটির নামে চমক আছে। এ ছবিতে ভক্তরা আবারও আমাকে ভিন্নভাবে দেখতে পাবেন, যা তাদের ভাল লাগবে। এমনিতেই আমি সব সময় প্রতিটি ছবিতে ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। তাছাড়া ছবির নাম শুনলেই বোঝা যায় গল্পটি মজার হবে। ছবির গানগুলো খুব ভাল।”

এদিকে মাহি অভিনীত দু’টি ছবি মুক্তি অপেক্ষায় আছে। এগুলো হলো ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘কি দারুণ দেখতে’ ও ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘অগ্নি’। ছবি দুটি’তে মাহীর নায়ক হিসেবে আছেন বাপ্পী ও আরেফিন শুভ।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ