তিন সপ্তাহ পার হয়ে গেলেও সঙ্কটমুক্ত হননি মহানায়িকা সুচিত্রা সেন। শেষ খবর পাওয়া পর্যন্ত রোববার সকালেও হাসপাতালের ‘ইনটেনসিভ ভেন্টিলেশনে’ রাখা হয়েছে তাকে।
চিকিৎসকরা জানিয়েছেন, ক্রমশ দুর্বল হচ্ছে সুচিত্রার ফুসফুস ও হৃদযন্ত্র। বাইরে থেকে এন্ডোট্রাকিয়াল টিউবে অক্সিজেন দেওয়া হচ্ছে তাকে।
হাসপাতাল সূত্র স্বীকার করেছে, মহানায়িকার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটছে। কৃত্রিমভাবেও তার ফুসফুস থেকে কফ বের করা যাচ্ছে না।
শনিবার সারারাত ধরে সুচিত্রা সেনের পরিচর্যায় ছিলেন চিকিৎসকদের পুরো দল। রোববার সকালে হাসপাতালে হাজির হয়েছেন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সুচিত্রা। তারপর থেকে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেন।