১১ জানুয়ারি দুপুর ২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অভিনেতা সাদেক বাচ্চুর বাইপাস সার্জারি করা হয়েছে।
সাদেক বাচ্চুর স্ত্রী সংবাদমাধ্যমকে জানান, চিকিৎসক জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে তার এই অপারেশন হয়েছে। এখনও জ্ঞান ফিরেনি তার। সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর সাদেক বাচ্চু হৃদরোগে আক্রান্ত হলে তাকে প্রথমে ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়, তারপর হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। এরপর সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর একটু সুস্থ হবার পর ২৯ ডিসেম্বর তাকে বাসায় নিয়ে যান তার পরিবার।