Home / বিনোদন / নিজেকে সিনেমার জন্য তৈরি করছি : সাবিনা রিমা
সাবিনা রিমা

নিজেকে সিনেমার জন্য তৈরি করছি : সাবিনা রিমা

ঢাকাই চলচ্চিত্রে নতুন মুখ সাবিনা রিমা। তার প্রথম কাজ ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’। প্রথম ছবির অভিজ্ঞতা এবং তার চলচ্চিত্র ভাবনা নিয়ে কথা বলেছেন।

সাংবাদিক : এখন কি নিয়ে ব্যস্ত আছেন?
রিমা: বর্তমানে ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ ছবির শুটিং করছি। আমার কো আর্টিস্ট হিসেবে কাজ করছে শাহেদ শরীফ খান ও আরজু। এ ছবিটির কাহিনী চিত্রনাট্য ও পরিচালনা করছেন সাইফ চন্দন।

সাংবাদিক : এতে আপনি কোন চরিত্রে অভিনয় করছেন?
রিমা : এ ছবিতে আমি একই সঙ্গে ৩টি চরিত্রে অভিনয় করছি। এতে আমার একটি চরিত্রের নাম প্রীতি। তবে ছবির গল্পটা এখনই বলতে চাচ্ছি না। এটা দর্শকদের জন্য গোপন থাক।

সাংবাদিক : প্রথম সিনেমায় অভিনয় করলেন। প্রথম কাজের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই।
রিমা : আমার চরিত্রটা একটু ভিন্ন ধরনের। অভিনয়ে এখনও আমি অনেক কাঁচা। তবে আরজু ভাই, শাহেদ ভাই আমাকে অনেক সাহায্য করছেন, আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ।

সাংবাদিক : আর কত দিন শুটিং করতে হবে?
রিমা : শুটিং প্রায় শেষের দিকে। আমার আরও দুইটি গানের শুটিং বাকী আছে। এ মাসের শেষে নেপালে একটি গানের শুটিং হওয়ার কথা আছে। আর গত মাসে বান্দরবানে একটি গানের শুটিং শেষ করেছি।

সাংবাদিক : অন্যান্য কি কাজ করছেন?
রিমা : এখন তো টিভি নাটকের অনেক প্রস্তাব আসছে। কিন্তু আমি সিনেমা ছাড়া আর অন্যকিছু করবো না। আর চলচ্চিত্রের প্রয়োজনে বা চরিত্রের প্রয়োজনে যেভাবে নিজেকে উপস্থাপন করতে হবে আমি সে ভাবে প্রস্তুতি নিচ্ছি। এক কথায় নিজেকে সিনেমার জন্য তৈরি করছি। আর এই মুহুর্তে অন্যকোন ছবির কাজে চুক্তিবদ্ধও হইনি। তবে ভালো চরিত্র আর ভালো গল্প পেলে অবশ্যই কাজ করব।

সাংবাদিক : মিডিয়াতে কিভাবে আসলেন?
রিমা : আসলে ছোটবেলা থেকেই মিডিয়াতে কাজ করার ইচ্ছা ছিল। শুরুতে একুশের টিভির ‘মুক্ত খবরে’র উপস্থাপক ছিলাম। এর পর লাক্স-চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতায় অংশ নিই। তখন থেকেই মিডিয়াতে পুরোদস্তুর কাজ করছি।

সাংবাদিক : পরিবারে আপনার অবস্থান?
রিমা : আমরা তিন ভাইবোন। আমার দুই ভাই আর আমি তাদের একমাত্র বোন।

সাংবাদিক : মিডিয়ার বাইরে কি করছেন?
রিমা : ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বিবিএ পড়ছি। কাজের পাশাপাশি পড়াশুনা করছি নিয়মিত। এছাড়া আমি পরিচালনা বিষয়ে কয়েকটি শর্ট কোর্স করেছি। তবে এখনই পরিচালনা নিয়ে কিছু ভাবছি না। আমি মনে করি, এজন্য অনেক জানার ও শেখার আছে।

সাংবাদিক : মিডিয়া নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি?
রিমা : একজন ভালো অভিনেত্রী হতে চাই। আর ভালো অভিনয় দিয়ে দর্শক মন জয় করতে চাই।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ