
সানি লিওন
আইটেম গান হিসেবে চিত্রায়িত গানটিতে সানি লিওনের উপস্থিতি থাকবে আবেদনময়ী হিসেবে। নির্মাণ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে অর্ধ পরিহিত শাড়িতে দেখা যাবে সাবেক এই পর্ণো তারকাকে।
কমেডি থ্রিলার ধর্মী ‘ভাদাকারি’ সিনেমাটি পরিচালনা করেছেন সর্বরাজন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন স্বাতি রেড্ডি, কাস্তুরি এবং আরজে বালাজি প্রমুখ।