চলচ্চিত্র নির্মাণের একমাত্র সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি)’র জহির রায়হান কালার ল্যাব প্রায় অচল হয়ে পড়েছে। এখানে কোন কাজ নেই। কারণ দেশ চলছে ডিজিটাল হাওয়ায়। বেশিরভাগ ছবির পরিচালক ছবির কালার ঠিক করা থেকে অন্য সব কাজ করেন দেশের বাইরে।
তবে অনন্ত জলিল এবার কাকরাইলে তার নিজস্ব দুটি ভবনে নিজেই একটি অত্যাধুনিক ল্যাব তৈরির পরিকল্পনা নিয়েছেন। যেখানে তিনি তার নতুন ছবি ‘দ্য স্পাই’,‘দ্য সার্চ-২’ সহ অন্যান্য ছবিগুলোর কাজ করতে চান। গত ১৩ ডিসেম্বর থাইল্যান্ড থেকে ‘মোস্ট ওয়েলকাম-২‘ ছবির শুটিং শেষ করে দেশে ফিরেছেন তিনি।
এ বিষয়ে অনন্ত জলিলের মিডিয়া ম্যানেজার সজীব বলেন, ‘আমরা আমাদের কাকরাইলের ১৪ ও ১৫ তলায় নিজস্ব ভবনে এ ল্যাব তৈরির পরিকল্পনা করেছি। নিজের দেশেই জলিল স্যার সিনেমা নির্মাণ এর পরবর্তী কাজের জন্য ভারতের প্রাসাদ ল্যাবের মত আমাদের দেশেই উন্নত একটি ল্যাব তৈরি করতে চান।’
তিনি আরো জানান, `মোস্ট ওয়েলকাম টু’ ছবিটির অল্প কাজ বাকি আছে। আগামী ১৫ জানুয়ারি থেকে এফডিসিতে ছবিটির বাকি কাজ শুরু হবে।
এছাড়া অনন্ত-বর্ষা অভিনীত এ ছবিটি আসছে ভালোবাসা দিবসে মুক্তি পাবে বলে জানা যায়।