Home / বিনোদন / গাগা’র উপহার অর্ধনগ্ন ছবি
গাগা’র উপহার অর্ধনগ্ন ছবি

গাগা’র উপহার অর্ধনগ্ন ছবি

বিশ্বব্যাপী কোটি ভক্তের জন্য পপস্টার লেডি গাগার নববর্ষের উপহার- একটি অর্ধনগ্ন ছবি! একটি পণ্যের বিজ্ঞাপনের জন্য তোলা এই ছবিটি গাগা সম্প্রতি টুইটারে প্রকাশ করেছেন।

স্বর্ণকেশের আড়ালে বুক ঢেকে রাখা এই ছবিটির নিচে লেডি গাগা ক্যাপশন লিখেছেন ‘গাগা’র ঘর এবং ভারসেক’র পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।’

প্রসঙ্গত, লেডি গাগা ইটালিয়ান ফ্যাশন ব্র্র্যান্ড ভারসেক’র অ্যাম্বাসেডর।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ