তারকা খ্যাতির যেমনি ভাল দিক আছে ঠিক তেমনি রয়েছে এর উল্টো প্রতিক্রিয়াও।যতবড় বা যত মহান তারকাই হন না কেন সমালোচনার মুখোমুখি হতে হয়েছে কম বেশি সব তারকাকে। আর তা বলিউড হলে কথাই নেই।
সবচেয়ে ভাল উদাহরন হলো বিকিনি পরিহিত অবস্থায় রণবীর কাপুরের সাথে ক্যাটরিনা কাইফের সমুদ্র সৈকতে অবকাশযাপন যা পাপারাজিদের কৃপায় সকলের সামনে চলে আসে। তবে মজার ব্যাপার হল সম্প্রতি শ্রীদেবীও ধরা পরলেন সুইমসুট পরিহিত অবস্থায়। তবে এই কাজটি কোন পাপারাজির নয়, ছবিগুলো প্রকাশ করেছে স্বয়ং শ্রীদেবীর মেয়ে। ছবিগুলোতে দেখা যায়, দুই মেয়ে জানভি এবং খুশি সহ শ্রীদেবী কে সুইমসুট পরিহিত অবস্থায়। তারা মূলত নতুন বছর উদযাপন করতেই মালদ্বীপ গিয়েছিলেন।
টাইমস অব ইন্ডিয়া অনুযায়ি, যখন শ্রীদেবীকে বলা হয় কালো রঙয়ের সুইমসুটটিতে বেশ মানিয়ে গেছেন তিনি তখন শ্রীদেবি সবাইকে তাক লাগিয়ে দিয়ে বলেন, এখনও সুইমসুট পরিহিত ছবিগুলো দেখার সৌভাগ্য হয়নি তার। তিনি আরও জানান, ছবিগুলো তারই কোন এক মেয়ের কাজ হবে।

এবার সুইমসুটে ধরা পরলেন শ্রীদেবী