Home / বিনোদন / বিচ হলিডেতে ধরা খেলেন উদয়-নার্গিস
উদয় চোপড়া ও নার্গিস ফাকরি

বিচ হলিডেতে ধরা খেলেন উদয়-নার্গিস

স্পেনে বিচ হলিডে কাটানো অবস্থায় একসাথে পাওয়া গিয়েছিল রণবীর ক্যাটরিনাকে। স্থিরচিত্রে দেখা গেছে তাদের একান্ত সময় কাটানোর কিছু মুহুর্তের ছবি। অথচ নিজেদের মধ্যকার প্রেমের বিষয়টি কখনোই স্বীকার করেননি তারা।

এবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। তবে পাত্র পাত্রী আর জায়গা ভিন্ন। বলিউড তারকা উদয় চোপড়া আর নার্গিস ফাকরি দুজনের প্রেমের সম্পর্ক নিয়ে সবসময় চুপ। কিন্তু মালদ্বীপের বিচে দুজনকে একসাথে পাওয়া গেল শর্টস আর বিকিনি পরা অবস্থায়।

সম্প্রতি মালদ্বীপের বিচে ঘোরাঘুরি করছিলেন ভারতীয় এক চিত্রগ্রাহক। হঠাৎই তার সামনে এক্সক্লুসিভ ছবির আইটেম। খোশ মেজাজে বিচ হলিডে কাটাচ্ছেন নার্গিস ফাকরি ও উদয় চোপড়া। ওয়েভ সার্ফিংয়ের পরে বিচ শ্যাকে ফিরতেই সুইম স্যুট পরা অবস্থায় ক্যামেরায় ধরা পড়লেন দুজন। রণবীর ক্যাটের সম্পর্কের মত উদয়-ফাকরির সম্পর্কও এখন প্রমাণিত।

অল্প কয়দিন আগে এক সাক্ষাৎকারে নার্গিস ফাকরি বলেছিলেন, ‘উদয়ের সাথে আমার কোন ভালোবাসার সম্পর্ক নাই। আমি বিয়ে নাম প্রতিষ্ঠানেও বিশ্বাসী না। যতটা সম্ভব বড় হওয়া আর অর্থ কামাই করতেই আমি ইন্ড্রাস্ট্রিতে এসেছি।”

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ