Home / বিনোদন / ফেসবুকে শাবনূরের ছেলে
ফেসবুকে শাবনূরের ছেলে

ফেসবুকে শাবনূরের ছেলে

জন্মের পর সপ্তাহ না ঘুরতেই ফেসবুকে জায়গা করে নিল চিত্রনায়িকা শাবনূরের ছেলে নিহান। আর ফেসবুকেই নিজের সন্তানের ছবি প্রথম দেখলেন শাবনূরের স্বামী অনিক। দেড়দিন বয়সের ছবিটি ফেসবুকে আপলোড করেন শাবনূরের এক নিকট আত্মীয়।
প্রথমবারের মতো সন্তানের ছবি দেখে আনন্দে কেঁদেই ফেললেন শাবনূরের স্বামী অনিক। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, ‘ এ এক অন্য অনুভূতি। প্রথম ছবি দেখার পর আমার চোখ দিয়ে পানি পড়েছে। কিছুক্ষণের জন্য বোবা হয়ে গিয়েছিলাম। মনে মনে ভাবলাম আমার বাবা মার কথা। তাদেরও এমন অনুভূতি হয়েছিল আমাকে দেখে। সত্যিই আমার ছেলেকে দেখে আমি অনুভূতির দিক থেকে ভাষাহীন। তার জন্য সবার দোয়া চাইছি।’ ছবিটি ফেসবুকে দেওয়ার পর অনেকেই ছবিতে কমেন্টস করেন ও ছবিটি শেয়ার দেন।
উল্লেখ্য, ২৯ ডিসেম্বরে অস্ট্রেলিয়ার সিডনির অবার্ন হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন চিত্রনায়িকা শাবনূর। তার ছেলের নাম রাখা হয়েছে আইজেন নিহান। বর্তমানে মা সহ ছেলে দুজনই সুস্থ আছে। তারা মার্চে দেশে ফিরবেন বলে জানান অনিক।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ