স্টেজে উঠেই নাচ শুরু করলেন ব্রিটনি স্পিয়ার্স। গান গাইছেন, তালে তালে নাচছেন। এরপর হঠাৎই ছন্দপতন। তার গায়ের পোশাকের পিঠের অংশ খুলে গেল, সেদিকে কোন খেয়াল নেই গায়িকা ব্রিটনির। নেচেই চলছেন, গেয়েই যাচ্ছেন। চূড়ান্ত কোন লজ্জার পরিস্থিতি তৈরি হওয়ার আগেই ব্রিটনিকে বাঁচালেন ব্যাক ড্যান্সাররা। কোনমতে ঠিকঠাক করে দিলেন তার পোশাক।
ঘটনাটি ঘটেছে ২৮ ডিসেম্বর লাসভেগাস রেসিডেন্সি শো’র দ্বিতীয় রাতে। ব্রিটনি’র মা-বোন সহ শো’টিতে উপস্থিত ছিলেন মাইলি সাইরাস, কেটি পেরি আর সেলেনা গোমেজ। তবে দর্শক সারিতে গুটিকয়েক ভক্ত দর্শক-শ্রোতাও ছিলেন। তাদেরই কেউ একজন ঘটনার দুদিন পর সেই শো’র ভিডিও প্রকাশ করে দিয়েছেন অনলাইনে।
তবে ব্রিটনির এ ধরনের ঘটনা নতুন না। প্রায় তার শরীরের কাপড় খুলে যায় জনসম্মুখে। আর এ নিয়ে কম বিব্রত হননি এই তারকা।