প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, “খালি মাঠে গোল দিলে ‘ম্যারাডোনা’ হওয়া যায় না। খালি মাঠে ডজনে ডজনে গোল দিলেও আপনাকে কেউ খেলোয়াড় বলবে না। তেমনি একতরফা নির্বাচন করে নিজেদের জয়ী বলতে পারবেন না।”
মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে কৃষক শ্রমিক জনতা লীগের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
কাদের সিদ্দিকী আরো জানান, আগামী ২৬ ডিসেম্বর বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল ও কৃষক শ্রমিক জনতা লীগ নিয়ে একটি নতুন জোট গঠন করা হবে। পরে জেলা, উপজেলার নির্বাচন কমিশন কার্যালয়ে নিবার্চন বন্ধে আমলাদের মাধ্যমে সরকারকে স্মারকলিপি দেয়া হবে বলে জানান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।