জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ লন্ডনে এক সেমিনারে বাংলাদেশে অনুষ্ঠেয় ৫ জানুয়ারির নির্বাচনকে সাজানো নাটক বলে মন্তব্য করেছেন।
শনিবার কুইন মেরি ইউনিভার্সিটিতে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্রিটিশ বাংলাদেশি এলায়েন্স আয়োজিত এ সেমিনারে ববি হাজ্জাজ আরও বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সমষ্টিগতভাবে দেশের জন্য এগিয়ে আসা প্রয়োজন। সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে প্রবাসীরা সক্রিয় অংশগ্রহণ করলে বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে।
সেমিনারে গবেষক ড. ফোয়াদ আলী ও তালহা আহমদ ছাড়াও স্থানীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।