Home / শিক্ষা / জেইউডিও’র সভাপতি শুভ, সম্পাদক দ্বীপু
জেইউডিও’র সভাপতি শুভ, সম্পাদক দ্বীপু

জেইউডিও’র সভাপতি শুভ, সম্পাদক দ্বীপু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বির্তক সংগঠন ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অরগানাইজেশন’র সভাপতি হিসেবে দেবাংশু ঘোষ শুভ ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম দ্বীপু মনোনিত হয়েছেন।
বুধবার রাতে মুক্তমঞ্চে সংগঠনটির নবম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজিত এক অনুষ্ঠানে ২০১৩-১৪ সেশনের জন্য ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন বিদায়ী সভাপতি নূর-ই-আলম।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির মডারেটর অধ্যাপক এটিএম আতিকুর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আহমেদ চৌধুরি মামুন, সাবেক সভাপতি মুকসিমুল আহসান অপু, জাকারিয়া পলাশ প্রমুখ।
কমিটিতে সহ-সভাপতি মাহফুজুর রহমান সুমন, শুভ্র মজুমদার, যুগ্ম- সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, ইসরাত শারমিন স্বর্ণা, প্রসেনজিৎ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক তাসিন নাসির, সহ-সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন শোভন ও কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান মনোনিত হয়েছে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ