রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো গ্রামীণ ফোনের থ্রিজি সেবা।
শনিবার সকালে রাজশাহী নগরীর আলুপট্টিতে অবস্থিত গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ারের সামনে বেলুন উড়িয়ে ও কেক কেটে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গ্রামীণ ফোনের বিভাগীয় ব্যবস্থাপক আশফাকুজ্জামান চৌধুরী, আঞ্চলিক ব্যবস্থাপক মেহেদী মাহমুদুল হক, কারিগরি ব্যবস্থাপক মীর কামরুল ইসলাম ও গ্রামীণ ফোনের রাজশাহী কাস্টমার কেয়ার সেন্টারের ব্যবস্থাপক শহিদুল আলম।
পরে আলুপট্টি মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।